অরুয়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম মনসুর আলী,।। ‘কেউ রাখেনা যাদের খবর, আমরা রাখি তাদের খবর,এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও কিছু মানবিক ফেসবুক বন্ধু ও আত্মীয় স্বজনদের আর্থিক সহযোগিতায় সরাইল উত্তরাঞ্চরালের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংবাদকর্মী ও মানবসেবী এম মনসুর আলী।
রোববার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় অরুয়াইল বাজারে সরাইল ও নাসিরনগর উপজেলার বরইচারা,রাণীদিয়া,কাকরিয়া,রাজাপুর, ধামাউড়া,ফতেহপুর, পাকশিমুল অরুয়াইল, তেলিকান্দি,বড়নগর ও ধানতুলিয়া গ্রামের প্রায় দুইশত অসহায় পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, বীরমুক্তিযোদ্ধা মন্তাজ আলী,আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মো. এলাহী কাঁকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আবু তালেব,সংবাদকর্মী বাশার আহমেদ প্রমুখ
উল্লেখ্য মানবসেবী এম, মনসুর আলী নিজের ও ফেসবুক বন্ধুদের আর্থিক সহযোগিতায় এ পর্যন্ত ১০০ অসহায় ও বিধবা নারীকে সেলাই মেশিন, ৮০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ১০ জন জেলেকে মাছ ধরার জন্য জাল ও নৌকা , ৩জন অসহায় মেয়ের বিয়ের টাকা, এবং শতাধিক গরীব রোগীকে চিকিৎসা সহায়তা করেছেন ।
আপনার মন্তব্য লিখুন