ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ‘ইলেকট্রিক সুই এবং সিরিঞ্জ ডেস্ট্রয়ার মেশিন’ প্রয়োজন।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন,স্টাফ রিপোর্টার।। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল(সদর) হাসপাতালে ‘ইলেকট্রিক সুই এবং সিরিঞ্জ ডেস্ট্রয়ার মেশিন’ নেই বলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীসহ চতুর্থ শ্রেনীর ক্লিনারদেরও দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি।
প্রতিদিন জেলা সদর হাসপাতালে দুইশোর অধিক রোগী ভর্তি হয়। কিন্তু তারা ফ্রি চিকিৎসা ও ওষুধ ফেলেও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেন। পরবর্তীতে নানান সংক্রমিত জটিলতা নিয়ে তারা আবার অসুস্থ হয়ে পড়েন।
আজ মঙ্গলবার(২২ ডিসেম্বর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন ‘ইলেকট্রিক সুই এবং সিরিঞ্জ ডেস্ট্রয়ার মেশিন’ নেই বলে নিশ্চিত করেন।
‘ইলেকট্রিক সুই এবং সিরিঞ্জ ডেস্ট্রয়ার মেশিনের’ কাজই হচ্ছে মূলত ব্যবহৃত সুই ও সিরিঞ্জ নষ্ট করা। তার পাশাপাশি অ্যাকিউপাঙ্কচারের সুই এবং অন্যান্য মাইক্রো-সূঁচগুলিকে নষ্ট করা। তার ফলে রোগী, চিকিৎসক, নার্সসহ ক্লিনাররা নিরাপদে থাকবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, গতবছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা বরাবর ‘ইলেকট্রিক সুই এবং সিরিঞ্জ ডেস্ট্রয়ার মেশিনের’ জন্য আবেদন করা হয়েছে। সরকারি ভাবে সাপ্লাই নেই বলে আমরা এখনও পাইনি। জানুয়ারিতে আবার নতুন করে আবেদন করা হবে। তখন নতুন করে সদর হাসপাতালের জন্য ১০-১৫টি ‘ইলেকট্রিক সুই এবং সিরিঞ্জ ডেস্ট্রয়ার মেশিনের’ জন্য আবেদন করবো।
তিনি আরও বলেন, সদর হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ক্লিনারদের নিরাপত্তাসহ সকল ধরনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার সাথে কথা হয়েছে। কিভাবে রোগীসহ চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা জোরদার করা যায় সে বিষয়ে আগামী মাসিক মিটিংয়ে তা তুলে ধরা হবে৷
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর হাসপাতালের ভিতরে ডাস্টবিনে প্রতিনিয়ত ক্লিনারের মাধ্যমে ব্যবহৃত সুই, সিরিজ, বায়েল, এম্পল, ক্যানলাসহ গজ-ব্যান্ডিজ ফেলা হয়।হাসপাতালে ‘ইলেকট্রিক সুই এবং সিরিঞ্জ ডেস্ট্রয়ার মেশিনের’ না থাকায় হাসপাতালের আশপাশের পরিবেশ ঝুঁকিতে পড়েছে। আর এসব ব্যবহৃত জিনিস পত্র ডাস্টবিন থেকে কুড়িয়ে নিচ্ছে টোকাইরা। যার ফলে তারা সংক্রমিত হচ্ছে নানান জটিল রোগে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী থেকে শুরু করে চিকিৎসক, নার্সসহ ক্লিনারদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য ‘ইলেকট্রিক সুই এবং সিরিঞ্জ ডেস্ট্রয়ার মেশিন’ প্রয়োজন।
আপনার মন্তব্য লিখুন