ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যের বিষপানে আত্নহত্যা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি/ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে সাচ্চু মিয়া (৪৫) নামের এক আনসার সদস্য বিষপান করে আত্নহত্যার অভিযোগ উঠেছে।
সোমবার রাতে আখাউড়া আজমপুর রেলওয়ে কলোনিতে নিজে ঘরে বিষপাণ করেন আনসার সদস্য সাচ্চু মিয়া। পরে রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাচ্চু মিয়া আখাউড়া উত্তর ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের আবুল কাসেমের ছেলে। সে কুমিল্লায় আনিসার ক্যাম্পের সদস্যের দায়িত্বে ছিলেন।
নিহতের ছোটভাই মিন্টু জানান, পঁচিশ বছরে আগে আখাউড়া পৌরসভার তাঁরাগঞ্জ গ্রামের মৃত আমজাদ হোসেনের মেয়ে সুজেনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তার ভাই সাচ্চু মিয়া। তাদের ঘরে তিন ছেলে ও এক মেয়েও রয়েছে। গত কয়েক মাস আগে পরকিয়ার জেরে সাগর নামের এক লোকের সাথে পালিয়ে যায় সাচ্চুর স্ত্রী সুজেনা। সোমবার রাতে আমার ভাই তার স্ত্রীকে মুঠোফোনে আসার কথা বললে আসতে অস্বীকৃতি জানালে অপমান সহ্য না করতে পেরে ক্ষোভে বিষপান করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.মির্জা মুহাম্মদ সাইফ তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল নিজামি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি আনসার সদস্য কিনা জানি না তবে পারিবারিক কলহের জেরেই আত্নহত্যার ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন