১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির উদ্যোগে পলাশবাড়ীতে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে পৌর নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , ২১ ডিসেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষে পলাশবাড়ীতে উপজেলা , ইউনিয়ন, ও ওয়ার্ড শাখার আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ (সাদুল্লাপুর পলাশবাড়ী ) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির উদ্যোগে পলাশবাড়ী পৌরসভার নির্বাচন ২০২০ ইং পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসনে সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ আসনের মাননীয় সংসদ ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড . উম্মে কুলসুম স্মৃতি এমপি
এসময় পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সবকয়টি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা নিজ নিজ মতামত প্রদান করেন এবং গত ১০ ডিসেম্বর পৌর নির্বাচনে নৌকার পরাজয় কারণ হিসাবে স্থানীয়ভাবে দলীয় পদক্ষেপ ও সিদ্ধান্তের ভুল গুলো তুলে ধরে পৌর নির্বাচনে ব্যক্তির জনপ্রিয়তার কারণে নৌকার পরাজয়ের জন্য দায়ী নৌকা মনোনীত প্রার্থীসহ দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ব্যক্তি স্বার্থ উদ্ধারে জড়িত নেতাদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নিবেদন জানান। এছাড়াও বক্তারা, গত পৌর নির্বাচনে প্রার্থীর নিজ দোষে পরাজয়ের আশংঙ্কায় শংকিত হয়ে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ইর্ষান্তি হয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দেওয়ার ঘটনার তিব্র নিন্দা জ্ঞাপন করে প্রতিবাদ জানান এবং মিথ্যা গুজব সৃষ্টিকারী ব্যক্তিদের চিহিৃন্ত করে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

এতে উপজেলা আওয়ামলীগের দলীয় নেতাকর্মীরাদের পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান ,প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,সাংবাদিক আবুল কালাম আজাদ .মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান,সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ভিপি রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম বাদশা,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভোট বাবু,উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব আলম, আমলাগাছী বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, শিক্ষক ও আওয়ামীলীগ নেতা মাহবুব আলম বিএসসি,ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা তৌফিকুল আমিন মন্ডল টিটু,আমিনুল ইসলাম রিন্টু,নবনির্বাচিত পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাসুদ করিম প্রধান, আসাদুজ্জামান শেখ ফরিদ, উপজেলা যুবলীগ সভাপতি অধ্যাপক তাপস,জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, কৃষকলীগের সভাপতি মহব্বজান চৌধুরী,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহজাহান মিয়া,উপজেলা তাতীলীগের সভাপতি আকতারুজ্জামান টিটু , হোসেনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়নুল হক মাষ্টার,বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম ,সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আহমেদ,মহদীপুর ইউনিয়ন আওয়ামলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সাবেক জিএস ফিরোজ কামাল চৌধুরী পলাশ,বেতকাপা ইউনিয়নের সভাপতি আব্দুল গনি ,সাধারণ সম্পাদক এবিএম শামসুল আলম লিটু ,মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান চান্দু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব রিপন,হরিনাবাড়ী ইউনিয়নের সভাপতি প্রভাষক আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম,মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান তালুকদার রাসেল, ছাত্রলীগ নেতা নাজিবুর রহমান নয়ন,সহ প্রতিটি ইউনিয়নের ৯ টি করে ওয়ার্ডের সভাপতি সম্পাদকগণ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ এতে মতবিনিময় করেন । সমগ্র অনুষ্টানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন