ব্রাহ্মনবাড়িয়া আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , ২১ ডিসেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় ইলিয়াছ চৌধুরী (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৌরশহরের নারায়নপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ চৌধুরী উপজেলার দক্ষিণ ইউনিয়নের মৃত বশির চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইলিয়াছ চৌধুরীর মোটরসাইকেলটি নারায়ণ বাইপাস এলাকার একটি তেলের দোকান থেকে তেল নিয়ে রাস্তায় ওঠে। এমন সময় পশ্চিম দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান ইলিয়াছ। স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী জানান, আখাউড়া-নারায়ণপুর বাইপাস এলাকায় অটোরিকশার ধাক্কায় ইলিয়াস চৌধুরী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের লাশ থানায় রয়েছে
আপনার মন্তব্য লিখুন