কসবায় বিজয় দিবসে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , ২১ ডিসেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার।।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
গত শনিবার (১৯ ডিসেম্বর) সকালে মৌলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের অসহায় ও হতদরিদ্র মাঝে বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহান বিজয় দিবসের শহীদদের স্বরণে উপলক্ষে বিনামূল্যে ৩০০ রোগীকে দাঁতের চিকিৎসা ও ৫০০ জনের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
কসবার চারগাছ বাজারের পাশে কলেজ রোডে অবস্থিত মার্কেটের ভিতরে সনামধন্য ফুটবলার হাজী মো. নাজিম উদ্দিন নাজুর সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. আলাউদ্দিন এর পরিচালনায় মহান বিজয়ের মাসে সকল শহীদের স্মরনে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও ফ্রী ব্লাড নির্ণয় করতে সেবামূলক কার্যক্রম আয়োজন করা হয়েছিল।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন স্থানীয় মার্কেট কমিটির অন্যতম সদস্য নাজমুল হক রুহেল ও এনামুল হক জাসদ।
তাছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন মৌলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, বিশিষ্ট শিল্পপতি মো. খালেদ হোসেন ও আব্দুল আওয়াল মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উক্ত ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয়ে সার্বিকভাবে সহযোগিতা করেন ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের রাকিবুল ইসলাম ও মুজিবুর রহমানসহ স্বেচ্ছাসেবী হিসেবে ছিলেন মো. আব্দুর রহমান, মো. রিমন, মো. তানজিম, মো. অনিক, মোছা. তানিয়া আক্তার, মোছা. নুসরাত জাহান রুবি প্রমূহ।।
আপনার মন্তব্য লিখুন