গাইবান্ধায় ওসি ডিবির মোস্তাফিজুর রহমান কে বিদায়ী সংবর্ধনা প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::গাইবান্ধা জেলার গোয়েন্দা পুলিশ শাখার (ডিবি পুলিশের )অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান এর বিদায় উপলক্ষে জেলা পুলিশেল আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
আজ ২০ ডিসেম্বর রবিবার উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বিদায়ী ওসি ডিবি মোসআতফিজুর রহমানের সাফল্য কামনা করে ব্কতব্য রাখেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান , অতিরি সহকারি পুলিশ সুপারসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ ও জেলা গোয়েন্দা পুলিশের অপর অপর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ওসি ডিবি কে সফলতার সহিত দায়িত্বপালন কালের স্বীকৃতিস্বরুপ ফুলেল শুভেচ্ছা ও সম্মানোনা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার ।
উল্লেখ্য, ওসি ডিবি মোস্তাফিজুর রহমান জেলার বিভিন্ন থানায় সফল ও জনবান্ধব অফিসার ইনচার্জ হিসাবে সুনামের সহিত দায়িত্বপালন করেন বর্তমান সময়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি র ওসি হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালনকালে বদলি জনিত কারণে গাইবান্ধা জেলা হতে রংপুর জেলা পুলিশে বদলি হওয়ায় তাকে এ বিদায়ী সংবর্ধনা ও সম্মানোনা জানানো হয়। ওসি ডিবির চৌকশ এ পুলিশ অফিসারের বিদায়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর জেলার বিশেষ করে গণমাধ্যমেকর্মীরা সহ সচেতন রাজনৈতিক , সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ হতে তাহার কর্মময় জীবনের আরো সফলতা কামনা করে আগামীর কর্মস্থলের সফলতা কামনা করেন ।
আপনার মন্তব্য লিখুন