১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১জনসহ জেলায় সর্বশেষ ২৭১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নতুন ১জনসহ জেলায় এখন পর্যন্ত ২৭১৬জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ২৫৪৯জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন।

সর্বশেষ জেলায় ৪৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকাল রাতের ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টার পিসিআর ল্যাব ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল পিসিআর ল্যাবের ২৬টি নমুনা রিপোর্ট এর মধ্যে আশুগঞ্জ উপজেলায় নতুন ১জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ২৭১৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১০৯৭জন, আখাউড়া উপজেলায় ২১৪জন, বিজয়নগর উপজেলায় ৮১জন, নাসিরনগর উপজেলায় ১০৯জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৭২জন, নবীনগর উপজেলায় ৪১৬জন, সরাইল উপজেলায় ১২৬জন, আশুগঞ্জ উপজেলায় ২৩০জন ও কসবা উপজেলায় ২৭০জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ২৫৪৯জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১০৩৩জন, আখাউড়া উপজেলায় ১৯০জন, বিজয়নগর উপজেলায় ৭৮জন, নাসিরনগর উপজেলায় ১০৫জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৪জন, নবীনগর উপজেলায় ৩৯৮জন, সরাইল উপজেলায় ১১৮জন, আশুগঞ্জ উপজেলায় ২১১জন ও কসবা উপজেলায় ২৫৪জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৪৪জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৫জন, আখাউড়া উপজেলায় ১০জন, বিজয়নগর উপজেলায় ০২জন, নাসিরনগর উপজেলায় ০১জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ১১জন, সরাইল উপজেলায় ০১জন ও কসবা উপজেলায় ০১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২৭১৬জন আক্রান্তের মধ্যে ২৫৪৯জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২২জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ১২১জন আছে। হাসপাতালের আইসোলেশনে সেন্টারে ১জন চিকিৎসা নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২২৫২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ২২১০৩ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২৭১৬জন আক্রান্ত হয়েছে৷

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন