বালুচাপা দেয়া এক কিশোরের মরদেহ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বালুচাপা দেয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে শহরতলীর ছয়বাড়িয়া এলাকায় নির্মাণাধীন একটি প্রজেক্টের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
তবে ছয়বাড়িয়া এলাকার দুলাল মিয়া মরদেহের পরিহিত জ্যাকেট, জুতা ও কাপড় দেখে এটি তার ছেলে রনি (১৪) বলে প্রাথমিকভাবে মনে করছেন। তিনি জানান, তার ছেলে অটো রিক্সা চালক রনি গত ৬ ধরে অটো রিক্সাসহ নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি তদন্ত মোঃ শাহজাহান জানান, মরদেহটি জিডি করা সেই কিশোরের কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। সনাক্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন