কুমিল্লা কাপ্তানবাজারে ডাক প্রতিদিনের সাংবাদিক আমিনুল হককে কিশোর গ্যাংরা পিটিয়ে আহত করে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ , ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশিক খান কুমিল্লা প্রতিনিধি/কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকায় গতকাল দুপুর ২ টায় আমিনুল হককে বাসা থেকে বাহির করে পিটিয়ে আহত করে কিশোর গ্যাংরা, যদিও আমিনুল তাদের সাথে পড়াশোনা করতো। এই বিষয়ে তার ভাই আশরাফুল জানান,অর্নবের সাথে তার কলেজ থেকে পরিচয় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার ভাই থেকে টাকা নিছে। আর আমার ভাইকে কালকে ডেকে নিছে বলছে তর সাথে কথা আছে ।কি নাকি কথা বলবে।ও তো আর বোঝে নাই। ওপরি নিয়ে ৪জনে মিলে দড়ি দিয়ে বেধে বাঁশ দিয়ে মারছে আর বলছে আমার ভাই নাকি ওর বোনকে বাজে কথা বলছে। আমি আর আম্মা যাওয়ার পর বলছে যে, ঐ ছেলে বোনের নামে খারাপ কথা বলছে এইটার বিচার করতে না হয় তাকে থানায় দিবে।
আপনার মন্তব্য লিখুন