সরাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনাতয়নে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভার্চয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দাঃ) আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ফিরোজা পারভীন,
এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,অনুষ্ঠানের শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং জানান যে, পাকিস্তানি দোসররা ১৯৭১ সালে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করেন এবং সে ষড়যন্ত্রের ধারা এখনও অব্যহত আছে। তাই সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে এগিয়ে নিতে হবে। বক্তারা ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার এবং মুক্তিযুদ্ধের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালেদ জামিল খানে’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকে’র সহকারী কমিশনার আব্দুলাহ আল বাক্কী,সরাইল উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে’র কর্মকর্তা মোঃ নোমান মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা এল জি ই ডি প্রকৌশলী মোছাঃ নিলুফার ইয়াসমিন,সরাইল থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগম,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলী, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন,সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, ন্যাপ নেতা মোঃ আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন,আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন, যুবলীগ নেতা মোঃ বিলাল প্রমুখ,
আপনার মন্তব্য লিখুন