সরাইলে ধান কাটা-মাড়াই ব্যস্ত সময় পার করছে কৃষাণ-কৃষাণীরা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) আগের দিনে গ্রামবাংলার ঢেঁকি আওয়াজের ঝুম ঝুম শব্দে দান মাড়াইয়ের পর কৃষাণীরা ব্যস্ত সময় পার করতো।এখন চলছে আমন মৌসুমে সরাইল উপজেলায় জমি থেকে আমন ধান কাটা প্রায় শেষ। সে ধান জমি থেকে নিয়ে এসে এখন মাড়াই করে তা রোদে শুকাতে ব্যস্ত সময় পার করছে এই অঞ্চলের কৃষাণ-কৃষাণীরা। সরেজমিনে সরাইল উপজেলার সরাইল সদর, শাহজাদাপুর, অরুয়াইল,পানিশ্বর, কালিকচ্ছ ও তেরকান্দা গ্রামসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে ধান ক্ষেতের প্রায় সব ধান কাটাই শেষ। সারাদিন ব্যাপী ধান কেটে মাড়াইয়ের পর রাতভর সেই ধান সেদ্ধ করতে দেখা যায় এসময়টাতে। এরপর সেদ্ধকৃত ধান পরদিন রোদে শুকাতে দেয় কৃষাণ-কৃষাণীরা।
ধান সেদ্ধ ও রোদে শুকানোর কাজ করতে দেখা যায় বাড়ির মেয়ে ও মহিলাদের। এখানে আমন ধান কাটার পরই -সরিষা চাষাবাদের জন্য প্রস্তুত রাখা হয় অধিকাংশ জমি। যার ফলে কৃষকের কষ্টে অর্জিত আমন ধান ঘরে তুলতে গৃহস্থদের পাশাপাশি গৃহনীরাও সমানতালে ধান কাটা-মাড়াইয়ের কাজ করছেন। এসময়টুকুতে যেন বিন্দুমাত্র দাম ফেলার সময়টুকুও নেই তাদের।
আপনার মন্তব্য লিখুন