সরাইল অরুয়াইলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ , ১১ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল বাজার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলার প্রতিবাদে, শুক্রবার(১১ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহেব উদ্দিন,অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শফিকুর রহমান,বীরমুক্তিযোদ্ধা মোঃকুতুব উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ বোরহান উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ কাপতান মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শামছু মিয়া প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন “যারা ভাস্কর্য নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং যারা রাতের অন্ধকারে চোরের মতো জাতির পিতার ভাস্কর্য ভেঙেছেন,দিনের আলোয় পারলে সামনে আসেন, যদি আপনাদের এতো শক্তি থাকে। প্রয়োজনে বঙ্গবন্ধুর সন্তানরা এর দাত ভাঙ্গা জবাব দেবে। তারা আরও বলেন, অরুয়াইল আওয়ামীলীগ এ অপশক্তির বিরুদ্ধে সর্বদায় সদা প্রস্তুত রয়েছে।
আপনার মন্তব্য লিখুন