হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ , ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আমিনুল ইসলাম আহাদ ঢাকা থেকে / আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, উদ্যোগে মানববন্ধন রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় মানবাধিকার দিবস পালন উপলক্ষে বিভিন্ন জেলা- উপজেলা থেকে আসেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কর্মীরা এ সময় সকল কমিটির / সভাপতি উপস্থিত ছিলেন।১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ৩০ টি অধিকার কে অন্তর্ভুক্ত করে জাতিসংঘ কতৃক সার্বজনীন মানবাধিকার ঘোষনাপত্র জারী করা হয়। ৭২ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিতে মানববন্ধন ও রেলি সমাপ্ত করেন, এবং সকাল 10 ঘটিকার সময় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস।
মানবতার সেবক এডভোকেট সাঈদুল হক সাঈদ সভাপতিত্বে , ইউ কে কাজল সঞ্চালনায়, প্রধান আকর্ষণ পীরজাদা শহীদুল হারুন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার, আলমগীর চৌধুরী, সারওয়ার হসেন স্রাবন, আমিনুল ইসলাম আহাদ, সাংবাদিক তুহিন, মাটিরাঙ্গা সভাপতি আনোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক খবির আহমেদ, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্বাস, এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ‘র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ বলেন, দিনব্যাপী জমজমাট আয়োজনে মানববন্ধন করে মানবাধিকার কর্মীরা, বর্তমান সরকার মানুষের মানবাধিকারের প্রতি ব্যপক গুরুত্ব দিচ্ছেন। এ সময় মানববন্ধন করে সরকারের প্রতি ১১ টি দাবী তুলে ধরা হয়। ধর্ষন,বাল্যবিবাহ,শিশুশ্রম, শিশু ও নারী নির্যাতন বন্ধ সহ সকল অপরাধ থেকে বিতাড়িত করার দাবী করা হয়। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিনামূল্যে গরীব অসহায় মানুষের আইনি সেবায় কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সহ বিশ্বব্যাপি কোভিড-১৯ মহামারীর কারনে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মাস্ক পরিধান করানো হয়। বক্তারা বলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত ও নিবন্ধিত হয়ে গঠনতন্ত্র মোতাবেক সকল মানুষকে আইনি সেবা দিয়ে আসছেন। ১০ ডিসেম্বর ২০২০ আন্তর্জাতিক মানবাধিকার দিবস টি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন