১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকটারের চাপায় মহাসড়কে দুইজন নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নিজস্ব প্রতিবেদক ঢাকা-সিলেট মহাড়কে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকটারের চাপায় হেলাল মিয়া (২৬) ও বসু(৩৩) নামে মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলালের বাড়ি জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামে।

পুলিশ ও স্হানীয়রা জানান, দুপুরে একটি মাটিবোঝাই ট্রাকটার রামপুর এলাকার একটি ইটভাটার দিকে আসছিল। এ সময় বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী বসু গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করেন।

সরাইল খাঁটিহাতা থানার উপ-পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম বলেন, মহাসড়কে দূর্ঘটনায় মোটরসাইকেলের চালক সহ দুজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, চালকে আটক করা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন