পলাশবাড়ী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আবু বকর প্রধানের পক্ষে নৌকা মার্কার বিশাল মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ , ৫ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা :গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আবু বকর প্রধানের পক্ষে বিশাল একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারী পুরুষের সমান অংশ গ্রহনে শনিবার বেলা ১২ টায় সময় পলাশবাড়ী পৌর শহরের ঘোড়াঘাট রোডে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ করে । করে শেষে সংক্ষিপ্ত একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আবু বকর প্রধান । এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ , আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা , চলমান উন্নয়নের ধারাবাহিকতায় পলাশবাড়ী পৌরসভার উন্নয়নের লক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বকর প্রধান কে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের নারী পুরুষ ভোটেদের আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন