ছোট ভাইয়ের জানাযার পর বড় ভাইয়ের মৃত্যু।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় এক ভাইয়ের জানাযার নামায পড়তে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে।
চাচাতো ভাইয়ের জানাযা-দাফন সম্পূর্ণ হওয়ার কিছুক্ষণ পরই মারা যান তার বড় ভাই মাহবুব মুন্সী।
আজ বৃহস্পতিবার (৩রা ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টানচড় গ্রামের মাহবুব মুন্সী (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মাহবুব মুন্সী সুলতানপুর ইউনিয়নের টানচড় গ্রামের মৃত হারুন মুন্সীর ছেলে।
বৃহস্পতিবার আছরের সময় সুলতানপুর বড় মসজিদের মাঠে জানাযার নামায পড়তে গিয়ে পড়ে যায় মাহবুব মুন্সী পড়ে যান। কিছুক্ষণ পরেই সে মারা যায়।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল মৃত ফিরু মিয়ার ছেলে হেলাল মিয়া(৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তিনি রাতেই মারা যান। আজকে আছর নামাযের পর জানাযার নামাযে মাথা ঘুরে পড়ে যান মাহবুব মুন্সী৷ পড়ে মুসুল্লিরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ সুফিউল্লাহ আরাফাত মৃত তাকে ঘোষণা করেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে গ্রামের শোক বিরাজ করছে।
আপনার মন্তব্য লিখুন