স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া ৫০ জন বীর মুক্তিযোদ্ধা শুয়ে আছেন ঐতিহাসিক কোল্লাপাথর গ্রামে”
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ , ৩০ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মনির হোশেন টিপু/ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত-অঞ্চল ‘কসবা উপজেলা’র নাম কেউ শোনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কসবা উপজেলার একটি গ্রামের নাম ‘কোল্লাপাথর’। কোল্লাপাথর গ্রামের একটি টিলার ওপর ঘুমিয়ে আছেন স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া ৫০ জন বীর মুক্তিযোদ্ধা।
স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া ৫০ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে দুইজন বীর উত্তম, দুইজন বীরপ্রতীক এবং একজন বীর বিক্রম উপাধি পাওয়া যোদ্ধার সমাধি রয়েছে। এ ছাড়া ৫০ জনের মধ্যে তিনজন অজ্ঞাত বীর মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে। যাদের পরিচয় আজও পাওয়া যায়নি।
আপনার মন্তব্য লিখুন