ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ: আহত ৮
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি দখল সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৪জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও বাকিদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার(২৮ই নভেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সকালে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক রসুলপুর জমি দখলের বিষয় নিয়ে উভয়পক্ষের দুইটি মামলা হয়েছে বলে জানিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন দুলাল বলেন, গত একবছর যাবত ফুল মিয়ার সাথে ১৩৬ শতাংশ জমি নিয়ে তার চাচা মনজু মিয়ার বিরোধ চলছিল। এ মাসে আদালতের রায়ে মনজু মিয়া মামলার শুনানিতে প্রায় ৯০ শতাংশ জমি পেয়েছে। গতকাল সকালে মনজু মিয়া তার বাড়ির সবাইকে নিয়ে জমি দখলে গিলে ফুলমিয়া সহ কাসেম মিয়া ও কবির মিয়ার লোকজন বাঁধা প্রদান করেন। জমি দখলের সময় হঠাৎ করে ফুল মিয়ার নেতৃত্বে সাত-আটজন ওই জমির উপর মনজু মিয়ার বাড়ির লোকদের উপর হামলা করেন। এতে বাধা দিলে তাঁরাও হামলা চালান এবং একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় তাঁদের পরিবারের আটজন আহত হন এবং সবাইকে হাসপাতালে ও উলজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা হচ্ছেন, মানজু মিয়া(৩৫), তাঁর স্ত্রী খাদিজা বেগম(২৫) ও মজনু মিয়া(৪৫), তার স্ত্রী হাসেন(৩৫), মজনু মিয়ার স্ত্রী সাজেদা(৪০) এবং মৃত আব্দুল বারেকের স্ত্রী হাজেরা বানু(৭০), রিনা(২২) ও দুলাল(১৮)।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন জানান, আহতদের মধ্যে সাজেদা, হাসেনা, হাজেরা ও খাদিজাকে ভর্তি দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুপক্ষের সংঘর্ষে আহতরা চিকিৎসা নিচ্ছেন। দু-পক্ষই জমি সংক্রান্ত বিষয় নিয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন