ব্রাহ্মণবাড়িয়ায় আল-মদিনা ওষুধ কোম্পানির উদ্যোগে বিরামপুরে ফ্রী মেডিক্যাল ক্যাম্প
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , ২৩ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার।। ব্রাহ্মণবাড়িয়ায় আল-মদিনা ওষুধ কোম্পানির প্রতিনিধি জহিরুল হকের উদ্যোগে সুলতানপুর আবারও ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (রবিবার) সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের জিন্নাত মেডিক্যাল হলে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হতদরিদ্র ও অসহায় মা ও শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. বোসরা সিকদার।
স্থানীয় আল-মদিনা ওষুধ কোম্পানির প্রতিনিধি জহিরুল হক জানান, ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা প্রসূতি মা ও শিশুদেরকে চিকিৎসা দেন ৩৯তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র সার্জন ডা. বোসরা সিকদার। তিনি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। বিনামূল্যে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা নিতে আসা রোগীরা মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানান।
চিকিৎসক ডা. বোসরা সিকদার জানান, এরকম একটি সেবার আয়োজনে উপস্থিত সবাইকে সাধ্যমতো সেবা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আল-মদিনা ফার্মাসিউটিক্যালস ও জিন্নাত মেডিক্যাল হলের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানায়। চিকিৎসা সেবা নিতে আসা সবার নিকট তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ফ্রী মেডিক্যাল ক্যাম্পটি আয়োজন করেন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের সুপরিচিত জিন্নাত মেডিক্যাল হলের স্বত্বাধিকারী ফার্মাসিস্ট হাকিম।
সিনিয়র মেডিক্যাল ইনফরমেশন অফিসার মো. জহিরুল হকের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পটি সার্বিক ভাবে সহযোগিতা করেন আল- মদীনা ফার্মাসিটিউক্যালের ভৈরব জোনালের আরএসএম মো. আল-মাসুদ শাহীন, প্রোডাক্ট মার্কেটিং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া ম্যানেজার মো. জুনায়েদ আহমেদ।
উল্লেখ্য, গত ১৬ই নভেম্বর আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিক্যাল ইনফরমেশন অফিসার জহিরুল হকের প্রচেষ্টায় সুলতানপুর ইউনিয়নের বাজারের খাজা ফার্মেসীতেও ২০০ রোগীকে ফ্রী চিকিৎসা দেওয়া হয়েছিল। ওই সময়ও ডা. বোসরা সিকদার অসহায় রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন