ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধ কোম্পানির গাড়ি চালককে পিটিয়ে রক্তাক্ত করলো ফার্মেসীর মালিক।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার।। ওষুধের বিল চাওয়ার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোয়ার হোসেন(৩৭) নামে এক ওষুধ কোম্পানির গাড়ি চালককে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে ওষুধের দোকানের মালিক।
গতকাল রবিবার(১৫ই নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের কদমতুলী মোড়ে এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের রগুরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
আহত আনোয়ার জানান, আজ সকালে কদমতুলী মোড়ে সুফিয়ান মেডিক্যাল হলে ৫২০০ টাকার মেডিসিন ডেলিভারি দেন। পরে বিকেলে ডিএ’কে সাথে নিয়ে ওই ওষুধের দোকানে বিল চাইতে গেলে উল্টো বিল না দিয়ে মারধরের হুমকি দেয়। দোকানের মালিক আব্দুল সালাম তখন বলেন টাকা দিবো না, পারলে তোর কোম্পানিকে এসে নিতে বল। এ বলে সালাম তার ছেলে মাসুদকে সাথে নিয়ে আনোয়ারকে মারধর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারকে যখন পিটিয়ে রক্তাক্ত করে তখন স্কয়ার ওষুধ কোম্পানির কসবার প্রতিনিধি বেলায়েত হোসেন আহত আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হলে পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
আর এ ঘটনার পরে সুফিয়ান মেডিক্যাল হলের মালিকসহ কর্মচারীরা দোকান বন্ধ করে সটকে পড়লেও রাত হতেই তারা ফার্মেসি খুলে বেচাকেনা করছে।
ওষুধ কোম্পানির ম্যানেজারের সঙ্গে এমন আচরণ কোনোভাবে কাম্য নয় বলে জানিয়েছেন বিভিন্ন কোম্পানির ম্যানেজার সহ তাদের প্রতিনিধিরা।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু কাউছার জানান, কোন ফার্মেসী মালিকেরই ওষুধ কোম্পানির প্রতিনিধি সাথে অসাধু আচরণ করা কাম্য নয়। অন্যায়কারী যে কেউ হউক না কেন ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি তা বর্দাস্ত করে না।
আপনার মন্তব্য লিখুন