সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ , ১৫ নভেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ রোববার(১৫ নভেম্বর) সরাইল উপজেলা নিবার্হী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা সভাপতিত্বে ২০২০ সালের নভেম্বর মাসের আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ভারপ্রাপ্ত ইউএনও ফারজানা প্রিয়াঙ্কা সভার কার্যক্রম শুরু করেন। সকাল সাড়ে এগারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, মহিলা ভাইস মোছাঃ রোকেয়া বেগম,সরাইল থানা ওসি এ এম এম নাজমুল আহমেদ। সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া, সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী নিলুফার ইযাসমিন,সদর ইউপি চেয়ারম্যান আঃ জব্বার,পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ ভূইয়া, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকন, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,সুক এর পরিচালক মোঃ মোমিন মিয়া, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা দুদকের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান কানু, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু তালেবসহএ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ. সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন. আসন্ন শীতে রাতে কুয়াশার অন্ধকারশুরু হয়েছে। এ সময় যাতে মাদক ও চোরি- ডাকাতি মত অঘটন না ঘটে তার জন্য প্রশাসনকে সচেতন থাকার আহ্ববান জানান। তিনি আরও বলন, করোনা মাঝে মাস্ক ছাড়া কেউ যেন ঘর থেকে বাহির না হয়। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন