১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও হিরোইনসহ গ্রেফতার ৫

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধা :গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন ফলগাছা গ্রামে মোহাম্মদ নূর হোসেন এর ছেলে আজাহার আলী সরকার (৩২) চায়ের দোকান ছেড়ে দিয়ে তার নিজ এলাকা ফলগাছা বাজারে গাজার ব্যবসা শুরু করে। অধিক মুনাফার লোভে তিস্তা হতে বেশি করে গাজা নিয়ে এসে এলাকায় গোপনে গাঁজা সেবিদের নিকট গাঁজা বিক্রি করতে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এস আই মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল ১২ নভেম্বর ৪ টা ১৫ মিনিটের সময় ফলগাছা হলহলিয়া ব্রিজের নিকট ১ কেজি গাঁজাসহ আজাহার হোসেনকে আটক করে। এসময় তার সঙ্গীয় অন্যান্য আসামিরা পালিয়ে যায়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানা মামলা নং ১৫ তাং ১২-১১-২০২০ ইং ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।

অপরদিকে ডিবির একটি টিম এসআই জহুরুল হক সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১২-১১-২০২০ তাং ২০.৫০ মিনিটের সময় কোটচাঁদপুর আরজি সাহাপাড়া এলাকা হতে (১) মোঃ আমিনুল ইসলাম (৩২) পিং মৃত লাল মিয়া (২) মোহাম্মদ মিঠু মন্ডল(৩৫) মৃত মনতাজ মন্ডল সাং আরজি সাহাপাড়া থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা নামে ছিনতাইকারী হিরনচি আটক করে এবং তাদের হেফাজত হতে ১০ পুরিয়া হিরোইন উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং ৩৯ তাং ১৩-১১-২০২০ তাং ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/১৬/৪১ রুজু করে। ইং ১৩-১১-২০২০ তারিখ রাত্রি ২.৩০ ঘটিকার সময় সাঘাটা থানাধীন ওসমানের পাড়া বাগানের ভিতর গাজার আসর প্রস্তুতিকালে(১) মোহাম্মদ অলিউর রহমান শাওন (২৪) পিং মোহাম্মদ ওসমান গনি (২) দীন মোহাম্মদ (২৮) পিং মোঃ গোলাম মোস্তফা উভয় সাং ওসমানের পাড়া থানা সাঘাটা জেলা গাইবান্ধারদের কে মাদকসেবী হিসেবে আটক করে। সকল আসামিদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

১ কেজি গাঁজা ও হিরোইনসহ ৫ জন গ্রেফতারের এখবর নিশ্চিত করেছেন ডিবি ওসি মোস্তাফিজুর রহমান ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন