নাসিরনগরে বি,এম,এস,এফ এর কমিটি গঠন অাব্দুল হান্নান সভাপতি শরীফ সম্পাদক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি,এম,এস,এফ এর দ্বিতীয় বারের মত ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে দ্বিতীয় বারের মত এশিয়ান টিভি ও দৈনিক অামার সংবাদ পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ অাব্দুল হান্নানকে সভাপতি ও দৈনিক অাইন বার্তার এডঃ মহিউদ্দিন চৌধুরী শরীফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৭ নভেম্বর ২০২০ তারিখে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সদস্য সচিব অাহমেদ অাবু জাফর এ কমিটির অনুমোদন দিয়েছেন। নাসিরনগরের পক্ষে কমিটি গ্রহন করেন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ অামিনুল ইসলাম অাহাদ।
কমিটির অন্যান্যরা হলেন,সহ সভাপতি নির্মল চৌধুরী দৈনিক পেনব্রীজ,মুশফিকুর রহমান বাবু সহ সাধারণ সম্পাদক দৈনিক সকালের খবর,মারজান ইসলাম ভূইয়া দৈনিক যুগযুগান্তর -দপ্তর সম্পাদক,ফয়সাল অাহমেদ দৈনিক সরজমিন বার্তা – সহ দপ্তর সম্পাদক,অাবির ইসলাম বাপ্পী দৈনিক কুরুলিয়া প্রচার সম্পাদক,কাজী রিফাত অাহমেদ – সাংগঠনিক সম্পাদক,দি পিপলস টাইম,মোরশেদ হায়দার – দৈনিক ঢাকার ডাক,অাইন বিষয়ক সম্পাদক,বিধু রাজ বংশী,জয়যাত্রা টেলিভিশন- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সাধারণ সদস্য মোরাদ মৃধা দৈনিক সমকাল,মোজাম্মিল হক মাসুমী দৈনিক ইনকিলাব,মানিরুল ইসলাম- দৈনিক যায়যায় দিন,রিয়াজুর রাশেদ রোবেল – দৈনিক মুক্তি ডাক,এডঃ অাবু বক্কর ছিদ্দিক বাবর- সম্পাদক সাপ্তাহিক নাসিরনগর বার্তা,।
আপনার মন্তব্য লিখুন