পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে দুরুইল নেদায়ে ইসলাম শাখার উদ্যোগে ঐতিহাসিক জসনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত:
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ , ৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মাসুম মিজাঃ পবিএ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ০৪ এ নভেম্বর রোজ বৃহস্পতিবার, ব্রাক্ষণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলা, বিটঘর ইউনিয়ন, দুরুইল নেদায়ে ইসলাম শাখার ধম প্রান নবী প্রেমিকগন সহ সর্বস্তরের মুসলিম উম্মার অংশগ্রহণ এ জশনে জুলুস উদযাপন হয়। দুরুইল গ্রামের নেদায়ে ইসলাম মসজিদ থেকে মুসল্লিরা ও গ্রামবাসী এতে অংশগ্রহণ করে।।
উক্ত মিলাদুন্নাবী স্বল্লাল্লা-হু ‘আলাইহি ওআ আ-লিহী ওআ সাল্লাম এর শুভাগমন উপলক্ষে ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোকে আলোচনা দুরুইল নেদায়ে ইসলাম জামে মসজিদের খতিব মাওলানা বশির আহম্মেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা আতিকুর রহমান সেলিম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, মওলানা সোহরাব হোসেন,মাওলানা রাশেদুল ইসলাম, গজল পরিবেশন করেন আব্দুর রউফ, সমাজ সেবক কায়েশ আহমেদ আকাশ প্রমূহ।
আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানাঃ আতিকুর রহমান ।
প্রতি বছরের নেয় এবার ও দুরুইল গ্রামে নেদায়ে ইসলাম জামে মসজিদ থেকে দুরুইল সারাগ্রাম ঘুরে দুরুইল গ্রামের কৃতি সন্তান বিশিষ্টি ব্যাবসায়ী সমাজ সেবক দানবীর মোহাম্মদ গোলাম কিবরিয়া
সাবিক সহযোগিতায় এই জশনে জুলুস ব্যাপক আকারে উদযাপন করা হয়
আপনার মন্তব্য লিখুন