ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে ১মবর্ষের সাপ্লিমেন্টারি পরিক্ষার্থীদের লিখিত পরীক্ষা শুরু।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ , ৩১ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। সারাদেশের ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ অকৃতকার্য/ সাপ্লিমেন্টারি পরিক্ষার্থীদের লিখিত পরিক্ষা শুরু হয়েছে।
আজ শনিবার(৩১ই অক্টোবর) সকাল ১০টার দিকে ৩টি নার্সিং ইনস্টিটিউটের ৪৮জন শিক্ষার্থীর পরিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
ইন্সটিটিউট সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজ, বাঞ্চারামপুরের ডা. মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল এন্ড নার্সিং ইনস্টিটিউট ও নরসিংদী মর্ডান নার্সিং কলেজের ১০জন অকৃতকার্য/সাপ্লিমেন্টারি শিক্ষার্থী লিখিত পরিক্ষা দেন৷ নকলমুক্ত পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র সচিব ও ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. সালাউদ্দিন মাধবর বলেন, আজকে ১০জন শিক্ষার্থী Behavioral Science বিষয়ে লিখিত পরিক্ষা দিয়েছে। পরিক্ষা চলাকালীন সময়ে সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন পরিদর্শন করেন৷ তাছাড়া পরিক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।
পরিক্ষা চলাকালীন দায়িত্বরত শিক্ষকবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর মো. মোশারফ হোসেন ও শাহাদাৎ হোসেন, নার্সিং ইনচার্জ মাহমুদা আক্তার, তানজিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রওশন আরা ও নরসিংদী মর্ডান নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকাশ চন্দ্র দাস।
আপনার মন্তব্য লিখুন