১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ”লায়ন ক্লাবের” উদ্যোগে বিনামূল্যে ডায়বেটিস চেক-আপ ও মাস্ক বিতরণ।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ , ৩১ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো.আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় ”লায়ন ক্লাবের অব ঢাকা ওয়াসিসের” উদ্যোগে বিনামূল্যে ডায়বেটিস চেক-আপ ও মাস্ক বিতরণ করা হয়ছে।

আজ (৩১ই অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের মধ্যপাড়ায় বিনামূল্যে রোগীদেরকে সেবা প্রদান করা হয়।

ডায়বেটিস চেক-আপ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইষ্ট ব্যাংকের ম্যানেজার মো. শাহাব উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড এর ম্যানেজার আব্দুল হক প্রমুহ।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের গভর্নর লায়ন একেএম ফয়জুল কবিরের সভাপতিত্বে ও লায়ন ডা. এবিএম সিদ্দিকের সঞ্চালনায় স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

পরিশেষে মধ্যপাড়ার সুপরিচিত সামাজিক সংগঠন নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের পক্ষ থেকে নবনির্বাচিত প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনকে ফুলেল শুভেচছা জানানো হয়।

ওই সময় নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের সভাপতি ইঞ্জি: আজহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান পিয়াস, যুগ্ন-সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দদের উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন