জয়ের জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ শ্রাবণ, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হাসনাত সিফাত, জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান জেনি, রাসেল মিয়া, জসিম আহমেদ, শাকিল মিয়া, জুম্মান আহমেদ, রফিক, শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে নূর জাবেদ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবিন, শহর ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সোহাগ, শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হৃদয়, নাদিম, সাব্বির, তারেক, বড়াইল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ মোনাজাতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের মঙ্গলময় জীবনের জন্য দোয়া করা হয়।
পরে অসহায় ও দুস্থদের মাঝে খিচুড়ী বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন