পলাশবাড়ীতে মানসম্মত সেবাদানে বাড়ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গ্রাহক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ , ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা/:সতত্যা ও স্বচ্ছতার সাথে করবো কাজ,,রাকাব এর মাথায় পড়াবো তাজ ,,এই প্রতিপাদ্যকে সামনে রেখে অতিতের যে কোন সময়ের তুলনায় মানসম্মত সেবা প্রদানের ফলে বেড়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পলাশবাড়ী উপজেলা শাখার গ্রাহক সংখ্যা। ব্যাংকের এই শাখার গ্রাহকগণ কে কোন প্রকার হয়রানি করা হয় না এবং মানসম্মত গ্রাহক সেবা হতে বঞ্চিত হন না কোন গ্রাহক। ব্যাংকের এই শাখাটিতে স্বচ্ছতার সহিত শান্তিপূর্ণ পরিবেশে গ্রাহকদের সেবা প্রদান করছেন শাখাটির কর্মকর্তা ও কর্মচারীরা ।
শাখাটিতে আসা গ্রাহক আব্দুল হাই,মোখলেছ উদ্দিন,রাশিদুল ইসলাম ,করিম উদ্দিন এর সাথে ব্যাংকের এ শাখাটিতে গ্রাহকদের কেমন সেবা দিচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের আচার আচারণ সম্পর্কে জানতে চাইলে উত্তরে তারা বলেন, ব্যাংকের এই শাখাটিতে কোন গ্রাহক লেনদেনে হয়রানি হতে হয় না । হাসি মুখে গ্রাহকদের চাহিদা মোতাবেক সেবা প্রদান করেন কর্মকর্তা কর্মচারীরা ।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পলাশবাড়ী উপজেলা শাখার ব্যাবস্থাপক মতিউর রহমান জানান,তিনি যোগদানের পর থেকে ব্যাংকে ব্যাপক প্রবৃদ্ধি অর্জন বেড়েছে। সাথে সাথে গ্রাহক সংখ্য ও বেড়েছে বর্তমানে এই শাখার গ্রাহক সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে গেছে ।তিনি আরো জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশে বর্তমানে এই শাখায় শতভাগ সাফল্যের সাথে কৃষি লোন ও বিতরন অব্যাহত রয়েছে। ফলে গাইবান্ধা জেলার কয়েকটি শাখার মধ্যে লাভংশের দিক ও সেবা প্রদানের দিক দিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পলাশবাড়ী শাখা বর্তমানে শীর্ষ স্থানে অবস্থান করছে। এ শাখাটি জেলার মধ্যে মডেল শাখা । তিনি পলাশবাড়ী উন্নয়নের স্বার্থে কৃষি ব্যাংকের এ শাখাটিতে আর্থিক লেনদেন করার জন্য মানসম্মত সেবা গ্রহনে গ্রাহকদের আমন্ত্রন জানান।
আপনার মন্তব্য লিখুন