পলাশবাড়ীতে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ২০২০ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে এসিআই মোটরস লিমিটেডের সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২০ ইং উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ অক্টোবর রবিবার সকালে উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম এ সোনালীকা ডে এর উদ্বোধন করেন।
পরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের এড়িয়া ম্যানেজার দেহলবী রেজা,টেরিটোরি সার্ভিস ম্যানেজার আবু সোয়েব সুমন, আবু সালেহ ইবনে আমীর ,রিকভারি এড়িয়া হেড তোতা মিয়া, মার্কেটিং অফিসার সঞ্জিত চন্দ্র শীল, সিনিয়র রিকভারী অফিসার আজাদ আলী,স্থানীয় ডিলার ওয়াহেদুজ্জামানসহ এছাড়াও এসিআই এর মার্কেটিং অফিসার রিকভারি অফিসার ও সার্ভিস টেকনিশিয়ানগন ও উপজেলা সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
এসময় ফ্রি সার্ভিস, ফ্রি মেডিকেল চেকআপ বিনামুল্যে মেডিসিন বিতরন,বিভিন্ন রকম খেলা ধুলা,উন্নত মানের খাবার পরিবেশন ও বিভিন্ন প্রডাক্ট এর উপর কমিশন প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন