নাসিরনগরে খাদ্যবান্ধব ডিলারদের সাথে সাংসদের মতবিনিময়
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ আমিনুল ইসলাম ঃব্রাক্ষণবািয়া জেলার নাসিরনগর উপজেলায় ” শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ-১০ টাকার চাউল পাই ঘরে কোন অভাব নাই ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলার ২৫ জন খাদ্যবান্ধব ডিলারদের নিয়ে মতবিনিময় সভা করেন স্থানীয় সাংসদ বি,এম,ফরহাদ হোসেন সংগ্রাম এম,পি ।
১৭ অক্টোবর ২০২০ রোজ শনিবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় স্থানীয় ডাক বাংলো মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন-স্হানীয় সাংসদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
(ওসিএলএসডি) মোঃ সুলাইমান মিয়া স্বাগত বক্তব্য রাখেন- ডিলার মোঃ খাজাউর রহমান মোল্লা। ব্যবসায়ী স্বরজিত দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিলার বন্ধন দেব,মোঃ সায়েম মিয়া
তাছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, যুবলীগ নেতা রায়হান আলী ভূঁইয়া, মোঃ মহিদুজ্জামান টিটু, মোঃ সাখাওয়াত হোসেন, বকুল চৌধুরী।
সভার শুরুতে ডিলারগণ প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করেন এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শ্রমিক ও হতদরিদ্রসহ দেশের জনসাধারণ কেউ যেন অনাহারে না থাকে সেই কথা চিন্তাকরে ১০ টাকা কেজি চাউল ডিলারদের মাধ্যমে চালু করেছে। সরকারি নিয়মনীতি মেনে সঠিকভাবে হতদরিদ্র জনসাধারণ মাঝে চাউল পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, সঠিকভাবে বাস্তবায়ন হলে জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন বাস্তবায়ন হবে। কেউ যদি দূর্নীতি করে এবং মাপে কম দেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবংকাউকে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ার করেন তিনি।
উপজেলার ২৫ জন ডিলারের মাধ্যমে ৮৭৪৫ জন হতদরিদ্র জনসাধারণের মাঝে ১০ টাকা কেজি করে জনপ্রতি ৩০ কেজি করে মোট ২,৬২,৩৫০ মেঃ টন চাউল দেয়া হচ্ছে। বছরে ৫ মাস ১০ টাকা কেজি চাউল দেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন