ইউটিউব চ্যানেল ও আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না: তথ্যমন্ত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আইপি টিভির ক্ষেত্রে শুধু বিনোদন কনটেন্ট প্রচারের অনুমতি দেওয়া হবে, সংবাদ নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আইপি টিভি অন্যান্য সবকিছু করতে পারবে তবে সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত করতে পারবে না, এটি আমাদের মন্ত্রণালয়ের নিয়ম, আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। অনেক ইউটিউব চ্যানেল ও আইপি টিভি রয়েছে যেগুলো বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি খবরও প্রচার করে থাকে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেগুলো আর খবর প্রচার করতে পারবে না।
আপনার মন্তব্য লিখুন