সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন প্রতিবাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মুুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ শিক্ষা শান্তি প্রগতির মশাল বাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার অওতায় শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রলীগ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে। শনিবার সন্ধায় মুরাদনগর উপজেলা শ্রীকাইল সরকারি কলেজের শহীদ মিনার চত্ত্বরে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং নির্যাতনকারী সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতির আবু কাউছার অনিকের নির্দেশ মোতাবেক শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রলীগ আলোক প্রজ্জ্বলন ও এক প্রতিবাদ কর্মসুচি পালন করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্যে বলা হয়েছে: ধর্ষকের কোন ধর্ম নেই এবং রাজনৈতিক দল নেই, একজন ধর্ষক সামাজিক ও পারিবারিক ভাবে সবার কাছে নিন্দনীয। ধর্ষকের পরিচয় একটাই সে অপরাধী আর এই অপরাধীদের কোন ক্ষমা নেইই, তারা দেশের কলংক একজন ধর্ষক সে যেই হোক আমরা তাদের বিচার চাই।
আপনার মন্তব্য লিখুন