১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

কসবায় ওয়ালটন শো-রুমে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি কাঠেরপুল এলাকায় ওয়ালটনের শো-রুমে সন্ত্রাসীরা হামলা করেছে।

গত রবিবার(৫ই অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

ওই হামলার পর নগদ ১লক্ষ ষাট হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাহফুজ ও তার লোকদের বিরুদ্ধে।

ওয়ালটন শো-রুমে সত্ত্বাধিকারী মো. হানিফ মিয়া(৩৫) ছিনতাই ও লুটপাটে বাধা দিলে দা-ছুড়ি দিয়ে গুরুতর জখম করে মাহফুজ ও তার লোকেরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মো. হানিফ মিয়াকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারপর হানিফের অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত হানিফ বলেন, এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারের জন্য মাহফুজ ও তার লোকেরা সবসময় উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে নানা রকম অপরাধ ঘটিয়ে আসছিল। তার’ই ফল স্বরুপ কাঠেরপুল বাসষ্ট্যান্ডের তার ওয়ালটন শো-রুমে মাহফুজ ও তার লোকজন এ হামলা করেন।

আহত হানিফের পরিবার সূত্রে জানা যায়, কাঠেরপুল বাসষ্ট্যান্ডে মানিক কমপ্লেক্সে ভবনে দীর্ঘদিন যাবত টিভি, ফ্রীজ এর ব্যবসা করে আসছিল হানিফ। ওই ওয়ালটন শো-রুমের অপর পাশে মাহফুজের আত্নীয় ফয়সালের দোকান। হানিফের শো-রুমের ব্যবসার উপর তাদের লোভ জন্মায়। তারপর ওইদিন সন্ধ্যায় মাহফুজ ও তার সাথে ১৫-২০ জনের একটি দল দেশীয় তৈরি অস্ত্র যেমন, দা-বল্লম, ধারালো ছুড়ি নিয়ে শো-রুমে আচমকা হামলা চালায়। হানিফকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তারপর হামলাকারীরা প্রায় ৩-৪ লক্ষ টাকার মালামালসহ নগদ এক লক্ষ ষাট হাজার টাকা লুট করে নিয়ে যায়। বর্তমানে হানিফ গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

এ বর্বরোচিত হামলার ঘটনায় আহত হানিফের স্ত্রী বাদী হয়ে মাহফুজকে প্রধান ও আরোও ৫-৭জন আসামীর নাম উল্লেখ্য করে কসবা থানায় একটি মামলা দায়ের করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আসাদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন