ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিতদের যাত্রা শুরু**
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ , ৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
দায়িত্বভার গ্রহন করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি। সোমবার নতুন ও বিদায়ী কমিটির পালাবদলের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। বিদায়ী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক খ আ ম রশিদুল ইসলাম ও দীপক চৌধুরী বাপ্পী দায়িত্ব গ্রহনকারী নব-নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় বিদায়ী ও নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং ক্লাবের সকল সদস্যগন উপস্থিত ছিলেন। পরে নতুন সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী সভাপতি ও সাধারন সম্পাদক। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য মো: আরজু, মো: সাদেকুর রহমান, সৈয়দ মিজানুর রেজা, মঞ্জুরুল আলম, শেখ মো: শহিদুল ইসলাম, আ ফ ম কাউসার এমরান, এমদাদুল হক, আবদূন নূর প্রমুখ। ক্লাব সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আল আমিন শাহিন, সৈয়দ মো: আকরাম, আশিকুল ইসলাম, নিয়াজ মুহম্মদ খান বিটু, জসিম উদ্দিন, মফিজুর রহমান লিমন, মো: বাহারুল ইসলাম মোল্লা, তোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম ভূইয়া, শিহাব উদ্দিন বিপু, জালাল উদ্দিন রুমি, উজ্জল চক্রবর্তী।
নতুন কমিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দফতর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যকরি সদস্য মনির হোসেন ও ফরহাদুল ইসলাম পারভেজ।
আপনার মন্তব্য লিখুন