সরাইলে দুষ্কৃতীদের হামলায় গৃহবধূ নিহত স্বামীর অবস্থা আশঙ্কাজনক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শনিবার (৩অক্টোবর) গভীর রাতে উপজেলার পাকশিমুল গ্রামের সেলিনা নামের একনারীর লাশ উদ্বার করেছে পুলিশ। সেলিনা বেগম(৫০)। এ ঘটনায় গুরুতর জখম হয়েছে নিহতের স্বামী কিতাব আলী(৬০)। আশঙ্কাজনক অবস্থায় কিতাব আলীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সেলিনা বেগমের বড় মেয়ে রহিমা সাংবাদিক দের জানান,শনিবার রাত ১২টায় মোতালী নামে এক ব্যক্তি দলবল নিয়ে তাদের ঘরের দরজায় এসে ডাক দেয় । এত রাতে কে এসেছে সেটা দেখতে দরজা খোলে তার বাবা কিতাব আলী। কিছু বোঝার আগেই কিতাব আলীকে গলায় ছিপা দিয়ে ধরে দূর্বৃত্তরা। এ সময় সেলিনা বেগম চিৎকার দিলে তাকে মাথায় আঘাত করলে সে মাঠিতে লুটিয়ে পড়ে। ঘটনার অভিযুক্তরা পলাতক আছে। গ্রামবাসী সূত্রে জানা যায়, পাকশিমুল আদমের গোষ্ঠির বরকত আলী ও কিতাব আলীর এই দুই পরিবারে মধ্যে বহুদিন যাবৎ বাড়ি নিয়ে ঝামেলা চলছিল। এরই সূত্র ধরে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝামেলা হত। খুনের পিছনে সত্যিই বাড়ি সংক্রান্ত বিবাদ আছে কিনা তা তদন্তে করে দেখছে সরাইল থানার পুলিশ। এ ব্যপারে সরাইল অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ বলেন, ঘটনাস্থলে আমরা রয়েছি তদন্ত কাজ চলছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্ত হয়েছে।এ ব্যপারে এখনো কেউ অভিযোগ করেনি।
আপনার মন্তব্য লিখুন