টাঙ্গাইল ভূঞাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- আরফান নিশোর বাবা আর নেই….
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
টাংগাইল জেলা প্রতিনিধিঃ- রাইছুল ইসলাম/ টাংগাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাট্য অভিনেতা আফরান নিশোর পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ ভোলা মিয়া কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন)। বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
জানা যায়, আব্দুল হামিদ ভোলা মিয়া দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছিলেন কিনা সঠিক সংবাদ জানানো হয়নি। বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোররাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
পরিবার সূত্র জানায়, আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পৌরসভার ছব্বিশাস্থ ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ ভোলার মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন