সরাইলে বেদখল সরকারি খাল উদ্ধার করেছে প্রশাসন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ দখল হওয়া সরকারি খাল উদ্ধার হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের সরাইল- নাসিরনগর রাস্তার পুর্বপাশে বড্ডাপাড়া এলাকায় সরকারি খাল দখল উদ্ধার করেন সরাইলের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা।সরাইলে বন্ধ হচ্ছে না খাল দখল- এই শিরোনামে ব্রাহ্মণবাড়িয়াটাইস এর সংবাদ প্রকাশের পর বুধবার সকালে এক অভিযান পরিচালনা করে সরকারি খাল উদ্ধার করা হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন সরাইল থানা এস আই মোঃ জাকির হোসেন, এস আই মোঃ মনজুর আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারজানা প্রিয়াঙ্কা বলেন, “খাল দখল করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করতে পারবেনা।সরকারি খাল দখল করা হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে খাল উদ্ধার করা হয়েছে।” কাউকে সরকারি খাল দখল করতে দেওয়া হবে না এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন এসিল্যান্ড।
আপনার মন্তব্য লিখুন