লঙ্কা সফরের সঙ্গে ঘরোয়া টুর্নামেন্টও!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
টাইগারদের শ্রীলঙ্কা সফর ছাড়াও গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য দিয়েছেন সিইও নিজামউদ্দিন চৌধুরী। শ্রীলঙ্কায় মুমিনুলদের টেস্ট সিরিজ হলেও প্রস্তুতি নেওয়া হচ্ছে ঢাকায় ঘরোয়া টুর্নামেন্ট করার। এসএলসির সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, দুই বোর্ডের সিইও নিয়মিত কথা বলে সফরের সীমাবদ্ধতাগুলো দূর করার চেষ্টা করছেন। মৌখিক ছাড়াও ই-মেইলে লিখিত বার্তা দিচ্ছে বিসিবি। এসএলসির সিইও অ্যাশলে ডি সিলভাও প্রতিউত্তরে হালনাগাদ তথ্য দিচ্ছেন নিজামউদ্দিনকে। জানা গেছে, বায়োসিকিউর বাবলে বিসিবির চাওয়াগুলো ‘ফিট’ করার চেষ্টা করছে শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়। বিসিবি কর্মকর্তারা আশায় আছেন এ সপ্তাহে ট্যুর প্ল্যান পাঠাবে এসএলসি।
আপনার মন্তব্য লিখুন