মেঘনা-ধনাগোদা বেরিবাঁধে ভয়াবহ ভাঙন, অল্পের জন্য রক্ষা পেল ৫ লক্ষাধিক মানুষ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এইচ এম ফারুক চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ আধা কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাঁধ রক্ষার জন্য কয়েক শতাধিক যুবক কাজ করে যাচ্ছে। অল্পের জন্য রক্ষা পেল প্রকল্প এলাকার ৫ লক্ষাধিক মানুষ।
সরেজমিনে জানা যায়, চাঁদপুর মতলব উত্তরে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প। ১৮ সেপ্টেম্বর রাতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর সংলগ্ন কাচারি এলাকায় বাঁধ ভাঙন দেখা দেয় এবং অল্প সময়ের মধ্যে নদী তীরবর্তী অংশে ২০০ মিটার অঞ্চল ভেঙ্গে নদী বিলীন হতে থাকে। এর মধ্যেই বাঁধের ব্যাপক অংশ ভেঙ্গে যায়।
এদিকে মেঘনা-ধনাগোদা বাঁধ ভাঙনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েক শতাধিক তরুন সেচ্ছাসেবক বাঁধ রক্ষার কাজে মাটি ভর্তি জিও টেক্স ব্যাগ ফেলে বেরিবাঁধ রক্ষার চেষ্টা করছে।
এদিকে বাঁধ ভাঙনের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল পরিদর্শনে আসলে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেরীবাঁধ সুরক্ষার জন্য ৫ শত কোটি টাকার পিডিপি বরাদ্দ পাওয়ার কথা রয়েছে। ৫’শত কোটি টাকা বরাদ্দ পাওয়া গেলে বেরীবাঁধ সুরক্ষার দ্রæত গতি বাস্তবায়ন হবে।
স্থানীয়রা জানান, পানিসম্পদ মন্ত্রণালয় কাজটি দ্রæত গতিতে না করলে যেকোনও সময় বেড়িবাঁধ ভেঙ্গে যেতে পারে। এর আগেও দুই বার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ ভেঙ্গে যায়। বাঁধ ভেঙ্গে গেলে প্রকল্প এলাকার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে এবং দেশের কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
আপনার মন্তব্য লিখুন