১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

কবে যে মানুষের– শিক্ষা হবে??

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

শহিদুল ইসলাম স্বপ্নঃ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও যেন আমরা দেখি না,MLM ব্যবসার নামে এ দেশে ডেসটেনি ২০০০ লিঃ, যুবক এমন আরও কতো কিছুতে মানুষ টাকা দিয়ে আজ অনেকেই নিঃস্ব। কত স্বপ্ন, কত আশা,কত প্রতিশ্রুতি ভেঙ্গে গেছে।

তখন মানুষ ইন্টারনেট ব্যবহার কম করতো সময়ের বিবর্তনে এখন দেশ ডিজিটাল হয়েছে মানুষ ইন্টারনেট মুখি হয়ে পরছে, তার সাথে সাথে প্রতারক চক্র গুলোও এখন আধুনিক চিটিং এর ফাদ পেতেছে।

কিছু দিন ধরে বরগুনায় স্কুল পড়ুয়া,কালেজ পড়ুয়ারা বেশ ইন্টারনেটে এ্যাক্টিভ তাদের সাথে পরিবারের মুরুব্বিরাও। এটাই তো স্বাভাবিক কারন এখন স্মাট ফোন হাতে হাতে।

কিন্তু খটকা লাগলো তখনই যখন দেখলাম কোন কিছু ভিউ করছে আর সাথে সাথে টাকার হিসাব করছে।

কৌতহল বেড়ে গেলো জানার চেষ্টা করলাম……হা হা হা সেই MLM ব্যবসার ডিজিটাল রূপ।

বরগুনায় সক্রিয় বেশ কিছু গ্রুপ যারা এখন বেকার ও স্কুল,কলেজ গামীদের টার্গেট করে মার্কেটিং করছে।

তার সাথে সাথে যারা বয়স্ক নতুন ইন্টারনেট জগৎ এ প্রবেশ করছে তাদের অর্থের লোভ দেখিয়ে জমিয়ে চলছে মার্কেটিং।

কবে হয়তো শুনবো লোভে পড়ে সব হারিয়েছে, তখন শুধুই হায় হায় করা ছারা কোন গতি থাকবে না।

#তাই_ডিজাটাল_প্রতারক_হতে_সাবধান

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন