মতলব উত্তরের ব্যবসায়ী সিন্ডিকেটরা পেয়াজের কারসাজি করছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এইচ এম ফারুক চাঁদপুর প্রতিনিধি/চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় বিভিন্ন বাজারে পেয়াজের যতেষ্ট মজুদ থাকার পরও বাজার মূল্য নাটকীয় কারসাজিতে ব্যবসায়ী সেন্টিকেটের নিয়ন্ত্রন নিয়ে এলাকায় জনমনে নানাহ বির্তক ঘিরে তোলপাড় চলছে।
স্থানীয় ভোক্তভোগীরা জানায়, এ ব্যাপারে বাজারগুলোতে ব্যবসায়ীদের গুদামে প্রচুর পেয়াজ মজুদ থাকার পরও বাজার দর প্রতিনিয়ত পাগলা ঘোড়ার মতো লাপিয়ে লাপিয়ে বাড়ছে। স্থানীয় মজুদদার ব্যবসায়ীরা ভারত থেকে পেয়াজ আমদানী বন্ধ, অদৃশ্য ভাইরাস করোনা নানাহ অজুহাতে কৃত্রিম সংকট দেখিয়ে ভোক্তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। মনে হচ্ছে এ সব দেখার কেউ নেই।
সুত্রগুলো আরো জানায়, গত কয়েক দিন যাবত মতলব উত্তর উপজেলার ছেংগারচর, গজরা, দশানি , সটাকি, কালিপুর, বেলতলী, কালিরবাজার , সুজাত,দাশেরবাজার , এখলাসপুর, পাঠানবাজার , আমিরাবাদসহ বিভিন্ন বাজারগুলোতে পাইকারী-খুচরা পেয়াজের বাজার দর হঠাৎ বেড়ে যাওয়া কিশের আলামত তা বুঝা বড়ই মুশকিল। একাধিক খুচরা দোকানে পেয়াজের খুচরা মূল্য ১০০-১২০ টাকা বিক্রি হচ্ছে।
অপর দিকে দেশব্যাপি পেয়াজের মূল্য হঠাৎ বৃদ্ধির খবরে নড়ে চড়ে উঠে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক মুদি ব্যবসায়ীদের পেয়াজের মূল্য বৃদ্ধি ঘিরে প্রাথমিক ভাবে অর্থ দন্ড ও সর্তক বার্তা এবং পেয়াজের মূল্য নিয়ে কোন কারসাজি না করার নির্দেশ দেন।
আপনার মন্তব্য লিখুন