১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত চিকিৎসকদের রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ আজহার উদ্দিন  জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত চিকিৎসক ও মৃত্যুবরণকারী চিকিৎসকসহ সর্বস্তরের মানুষের রুহের মাগফিরাত কামনা ও চিকিৎসাধীন অবস্থায় যারা আছেন তাদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৭ই সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন,(বিএমএ) জেলার শাখার উদ্দোগ্যে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সভাকক্ষ মিলন হলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন এর সভাপতিত্বে ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন(বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ সঞ্চালনায় এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেড্ডা বক্ষব্যাধী হাসপাতাল, জেলার ও বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ সদর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কর্মরত করোনায় আক্রান্ত চিকিৎসক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট(এনেস্থিসিয়া) ডা. শাহনাজ জাহান, ডা. হারুন-উর রশীদ, ডা. আব্দুল আলীম, ডা. তোফায়েল হক, ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. সাইফ উদ্দিন শুভ্র, ডা. দিদারুল আলম, ডা. এবিএম মুসা চৌধুরী, ডা. কামরুন্নাহার বেগম, ডা. কাজী লুতফুন্নাহার, ডা. আরিফুজ্জামান হিমেল, ডা. ইনজাজামুল হক সিয়াম, ডা. আকিব জাবেদ রাফি, ডা. মেহেদী হাসান সোহাগ, ডা. আরিফুর রহমান, ডা. আব্দুল মোমিন, ডা. ইকবাল মজুমদার, ডা. এবিএম সাজ্জাদ, ডা. মাহমুদা খাতুন ক্যামেলী, ডা. ডালিয়া আক্তার ও ডা. ফারহানা ইয়াসমিনসহ জেলায় করোনা আক্রান্ত সকল চিকিৎসকদের সুস্থতা জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছিল।

উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ডা. ফখরুল আলম আশেক, ডা. রানা নুরুল সামস, ডা. একরামুল রেজা টিপু, ডা. ফাইজুর রহমান ফয়েজ, ডা. খোকন দেবনাথ, ডা. আখতার হোসেন, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. একেএম নিজাম উদ্দিন, ডা. নুরুল আমিন মুহাম্মদ পিয়াল, ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. তৌহিদুর রহমান, ডা. এবিএম মুসা চৌধুরী, ডা. মো. মনির হোসেন, ডা. আব্দুল্লাহ আল-মামুন রনি, ডা. ইনজাজামুল হক সিয়াম, ডা. আকিব জাবেদ রাফি, ডা. মেহেদী হাসান সোহাগ, ডা. মুহাম্মদ সোলাইমান মিয়া, ডা. আরিফুজ্জামান হিমেল, ডা. শাহজাহান মিয়া, ডা. লিটন চৌধুরী, ডা. মারিয়া পারভীন, ডা. জিনান রেজা, ডা. মাহফিদা আখতার, ডা. শামসুন্নাহার বেগম, ডা. কামরুন্নাহার বেগম ও ডা. ফারহানা ইয়াসমিন প্রমুখ।

এসময় চিকিৎসকনেতারা বলেন, করোনাকালে ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়েছেন। চিকিৎসা দিতে গিয়ে আমাদের অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মরনব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসক সহযোদ্ধা ডা. ওবায়দুর রহমান মৃত্যুবরন করেছেন৷ ওবায়দুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন চিকিৎসকনেতারা।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন হাসপাতাল জামে মসজিদে ইমাম মাওলানা আনোয়ার হোসেন।

তাছাড়া হাসপাতালের নার্সিং উপসেবা তত্ত্বাবধায়ক ও নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের তয় ও চতুর্থশ্রেনীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন