ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষ, বাহুবলে নিহত ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ক্যারাম খেলা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আব্দুস ছাত্তার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় সিলেট থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে আব্দুস ছাত্তারের সঙ্গে তার ভাই ফুল মিয়ার পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত রোববার সন্ধ্যায় দুই ভাইয়ের পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় আব্দুস ছাত্তার আহত হলে ওইদিনই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিলেট থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আপনার মন্তব্য লিখুন