আমার দেখা সুজন ভাই —-“
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ
আজকের দিনের আদর্শ মানুষের সংজ্ঞা আমার ঠিক জানা নাই।স্কুলের ইতিহাস বইতে অনেক আদর্শ মানুষের গল্প পড়েছি যারা শুধুই জনসেবায় নিজেদের জীবন উত্সর্গ করে গেছেন। নিজের কথা কখনই ভাবে নাই। কখনোই ব্যক্তিস্বার্থে কিছু করে নাই। এমন গল্প শুনেই তো বড় হয়েছি।কিন্তু বড় হয়ে বাস্তব জীবনে নিজের দেশে গল্পের সেই আদর্শ মানুষগুলির মত কাউকে আর খুঁজে পাইনা।কারো একদিক ভালো তো অন্যদিক থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। আপাত: দৃষ্টিতে ভালো মানুষ মনে হলেও একটু পরেই দেখা যায় মোটেও ব্যক্তিস্বার্থের উর্ধে নয় বরং নিজ স্বার্থের জন্যই সব কিছু করে এরা। এরা মানুষের বিচারে ভালো কাজের পুরস্কার হিসেবে ইতিহাসের পাতায় স্থান পাওয়ার কথা ভাবে না ,ভাবে তৎক্ষনাত নগদ প্রাপ্তির কথা। আজ পেয়েছি আমার দেখা মননে,স্বভাবে, আচার -ব্যবহারে ছোট্ট পরিচয়ে নিজেকে নিজের অবস্থান থেকে উৎসাহ উদ্দীপনা ভালোবাসায় স্মৃতির মাঝে আদর্শ ভাবে পরিচিত এক মানুষ সরাইল উপজেলার দেওড়া গ্রামের সন্তান “দি এশিয়ান এইজ এর জয়েন্ট নিউজ এডিটর”সুজন ভাই আমার শুদ্বাভাজন আদর্শগত মানুষ।।
আপনার মন্তব্য লিখুন