সরাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ , ৮ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ “সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাক্ষণবাড়িয়া সরাইলে আন্তার্জাতিক সাক্ষরতা দিবস
যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) সকাল এগারো টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চালনায় বক্তব্য রাখেন,সরাইল উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাইম মৃর্দা, উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন মোঃ এমরান ভূইঁয়া। সরাইল সরকারি কলেজের সহ-কারি অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, এসময় আরো উপস্থিত ছিলেন সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম ও সরাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামছুল আলমসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকও গণমাধ্যমবৃক্তিগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন