সরাইলে ইউএনওর নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার ৯টি উপজেলা নির্বাহী অফিসারদের বাসভবনে নিরাপত্তার জন্য ৩৬ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ৪জন করে আনসার সদস্য আগ্নেঅস্ত্রসহ তারা দায়িত্ব পাল করবেন বলে জানাযায়,রোববার দুপুর ২ টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন সরাইল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাহানারা বেগম বলেন, ব্রাক্ষণবাড়িয়া নয় (৯)টি উপজেলায় ৪জন করে মোট ৩৬জন আনসার নির্বাহী অফিসাদে’র নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে। আনসাররা সরাইল উপজেলার ডাক বাংলা’র একটি রোমে ক্যাম্প স্থাপন করেছেন।সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা এ প্রতিনিধিকে বলেন,গত (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আনসার সদস্য আমার বাসভবনে ডিউটি শুরু করেছেন।উল্লেখ্য,গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত ওই ইউএনওকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে চিকিৎসা করা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন