শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাদশা (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১১টার দিকে নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার সীমান্ত পিলার ৩এস ও ৪এস পিলারের মধ্য দিয়ে মাদক চোরাচালানি করছিলেন বাদশা এবং তার সহযোগীরা। এ সময় ভারতের সবদেলপুর বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদশা মারা যান।
আপনার মন্তব্য লিখুন