সরাইলে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে হুইল চেয়ার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা,ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুশির্ক্ষাথীরে মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।”শারীরিক প্রতিবন্ধকতা কোন বাধা নয়, সবাই যদি বন্ধু হয়” সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে(২ সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম.মোসা’র সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামালে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম ও সরাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামছুল আলমসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকওসহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শির্ক্ষাথীদের মাঝে হুইল চেয়ার উপকরণ বিতরণ করার অংশ হিসেবে বুধবার সকালে উপজেলার পাচঁটি প্রাথমিক বিদ্যালয়ের পাচঁ জন বিশেষ চাহিদা সম্পন্ন শির্ক্ষাথীদের মধ্যে এ্যাসিসটিভ ডিভাইস হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন