১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মানুষের কৃতকর্মের ভিত্তিতে পুরস্কার ও শাস্তি নির্ধারিত হবে— “মোঃ তাসলিম উদ্দিন “

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মহান আল্লাহর কাছে মানুষের প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কাজই স্পষ্ট। কোনো কিছুই তাঁর কাছে গোপন নেই। মানুষের মনের সুপ্ত অভিপ্রায় সম্পর্কেও তিনি অবগত। চোখের অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে, সে সম্পর্কেও তিনি অবহিত। সব কিছুর ওপর আল্লাহর নিয়ন্ত্রণ আছে। কাজেই শাস্তি ও পুরস্কার দেওয়ার ব্যাপারে তিনিই পূর্ণাঙ্গ ন্যায় ও সমতা রক্ষা করতে সক্ষম। তবে চূড়ান্তভাবে এ প্রতিদান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে পরকালে। বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইহজগতেই প্রতিদানের কিছু অংশ দিয়ে থাকেন। দিয়ে থাকেন মানুষকে সতর্ক করার জন্য, যাতে তারা নিজেকে শুধরে নিতে পারে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে।জ্যোতিষশাস্ত্র বলেঃপাপ করলে তার শাস্তি ভোগ অবশ্যই প্রাপ্য!যুদ্ধ, হিংসায় এপর্যন্ত বিশ্বে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। মানুষ মানুষকে খুন করেছে, রক্তক্ষয়ী লীলায় মেতেছিল মানবজাতি। ক্ষুদ্র স্বার্থের জন্য অন্যকে বিপদে ফেলতেও মানুষ ছাড়েনি। তবে, করোনার মহাসংকটকালে এই সমস্ত ক্ষুদ্র , তুচ্ছ স্বার্থপরতা নিতান্তই ছোট! প্রতিটি ক্রিয়ার যেমন প্রতিক্রিয়া আছে, তেমনি প্রতিটি কাজেরও প্রতিফল আছে। কোনো কাজই বৃথা যায় না। ভালো কাজের যেমন পুরস্কার আছে, তেমনি মন্দ কাজের শাস্তিও অনিবার্য। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিদানের ক্ষেত্রে আল্লাহর বিচার অত্যন্ত ন্যায়সংগত। তিনি কারো ওপর জুলুম করেন না। কারো প্রতিদানে কমবেশিও করেন না। আমরা যাই কিছু করি না কেন !
প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী থাকবে। কেউ অন্যের (পাপের) বোঝা বহন করবে না। পালনকর্তার কাছেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে। স্রষ্টা অসীম ক্ষমতার মালিক !!
বিশ্বস্ত সূত্রে জানাযায়,আজ সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-সিলেট সরাইল বিশ্বরোড মোড় এলাকায় একজন ক্রেতার কাছে ফল বিক্রি নিয়ে কথা-কাটা কাটির একপর্যায়ে এক ফল ব্যবসায়ীর ছুরিকাঘাতে পাশের অপর ফল ব্যবসায়ী তারেক (১৭) নিহত হয়েছে। তাদের দু’জনের বাড়ি সদর উপজেলার বুধল ইউনিয়নে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন